মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৩৬, ১ জুলাই ২০২৫

মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেনের সচিব পদে পদোন্নতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানানোয় মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তা বিপাকে পড়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই পাঁচজন একটি ফেসবুক পোস্টে ‘স্যাড’ প্রতিক্রিয়া জানায়। পরে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, তোফাজ্জেল হোসেনকে সচিব পদে পদোন্নতির সুপারিশ করে উপদেষ্টা ফরিদা আখতার সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি ডিও লেটার (ডেমি অফিসিয়াল পত্র) পাঠান। তাতে বলা হয়, তিনি সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন এবং পদোন্নতির জন্য সম্পূর্ণ উপযুক্ত।

এদিকে সাংবাদিক জুলকারনাইনের এক ফেসবুক পোস্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, অতীতে তোফাজ্জেল হোসেন স্বাস্থ্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ে একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের একজন প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ বলেও মন্তব্য উঠে এসেছে সামাজিক মাধ্যমে।

এই প্রেক্ষাপটে মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়াকে ‘আচরণবিধি পরিপন্থী’ বলে মনে করে কর্তৃপক্ষ। ফলে তাদের লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না।

প্রশাসনিক অঙ্গনে এ ঘটনাকে কেন্দ্র করে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি কর্মচারীদের আচরণ নিয়ে এখন কঠোরতা বাড়ানো হয়েছে। আবার অনেকেই এটিকে ‘অতিরিক্ত সংবেদনশীল প্রতিক্রিয়া’ বলেও মন্তব্য করছেন।

আরও পড়ুন