ছাগল থানায় আটক! মালিক দাবিদার একাধিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৫৯, ২০ জুন ২০২৫ | আপডেট: ১৪:৫৯, ২০ জুন ২০২৫

ছাগল থানায় আটক! মালিক দাবিদার একাধিক

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক ব্যতিক্রমী ঘটনায় একটি ছাগলকে রাখা হয়েছে থানার হেফাজতে। থানার কর্মকর্তারা জানিয়েছেন, ছাগলটির একাধিক দাবিদার থাকায় প্রকৃত মালিক শনাক্ত না হওয়া পর্যন্ত তাকে ফেরত দেওয়া সম্ভব নয়।

জানা যায়, উপজেলা পরিষদের পাশের এলাকা থেকে আব্দুস সালাম মধুর একটি ছাগল হারিয়ে যায়। প্রায় ১৭ দিন পর তিনি খবর পান, তার ছাগলটি থানায় আটক আছে। সালাম মধুর দাবি—৩ জুন ছাগলটি উপজেলা পরিষদ চত্বরে ঢোকার পর ইউএনও কার্যালয়ের আনসার সদস্যরা সেটিকে ধরে রাখেন। পরে ইউএনও’র নির্দেশে ছাগলটি থানায় হস্তান্তর করা হয়।

রাণীশংকৈল থানার ওসি মুহা. আরশেদুল হক বলেন, “একাধিক ব্যক্তি ছাগলটির মালিক দাবি করেছেন। তাই যাচাই না করে কারো কাছে দেওয়া যাচ্ছে না। সঠিক প্রমাণ মিললে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হবে।”

অন্যদিকে, ছাগলের মালিক হিসেবে দাবি করা আব্দুস সালাম মধু অভিযোগ করেন, “সাবেক কাউন্সিলরসহ একাধিকবার থানায় গিয়ে যোগাযোগ করেছি। তারপরও ছাগলটি ফেরত দেওয়া হয়নি।”

পোষা প্রাণী থানায় আটকের এমন ব্যতিক্রম ঘটনা এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন