পুকুরে মাছ চাষে এখনই রোগ প্রতিরোধে সতর্ক হোন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩০, ২ জুলাই ২০২৫ | আপডেট: ০৭:৩১, ২ জুলাই ২০২৫

পুকুর প্রস্তুত হলেও মাছ চাষের প্রকৃত সাফল্য নির্ভর করে সময়মতো প্রয়োজনীয় সংস্কার ও রোগ প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর। এখনই সারা বছরের ফলনের জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার সময়।
চারা পোনার সাধারণ রোগ ও প্রতিকার:
১. কালগুটি রোগ:
প্রতি লিটার পানিতে ৩ মি.গ্রা. পিকারিক অ্যাসিড মিশিয়ে আক্রান্ত পোনাকে ১ ঘণ্টা ডুবিয়ে রাখুন। পরে পরিষ্কার পানিতে ধুয়ে পুকুরে ছাড়ুন।
২. সাদাগুটি রোগ:
৫ লিটার পানিতে ১ মি.লি. ফরমালিন মিশিয়ে দিনে ১ ঘণ্টা করে ৭–১০ দিন পোনা ডুবিয়ে রাখুন। পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দিন।
৩. গায়ে ঘা:
প্রতি লিটার পানিতে ১ গ্রাম পটাশ (KMnO₄) মিশিয়ে পোনাকে ১০ মিনিট রাখুন। এরপর পানিতে ধুয়ে পুকুরে ছাড়ুন।
বড় মাছের রোগ ও সমাধান:
১. আরগুলাস (গায়ে লেগে থাকা পরজীবী):
নুভান ওষুধ প্রতি বিঘায় ১৩০ মি.লি. হারে ব্যবহার করুন। জাল টেনে ওষুধ পানির সঙ্গে মিশিয়ে দিন। প্রয়োজনে ১৫ দিন পর পুনরায় প্রয়োগ করুন।
২. ক্ষত, ফুলকা ও পাখনা পচা, চোখ ফোলা রোগ:
সালফাজল অ্যাসিড বা সালফাজিন ১০০ গ্রাম পরিপূরক খাবারে মিশিয়ে মাছকে ৫–৭ দিন খাওয়ান।
অতিরিক্ত ব্যবস্থা:
- পানি শোধন: বিঘাপ্রতি ৬৫০ গ্রাম KMnO₄ পানিতে গুলে পুকুরে দিন
- চুন প্রয়োগ: বিঘাপ্রতি ১৩–২০ কেজি হারে প্রয়োগ করুন
মাছের সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও সময়মতো প্রতিকারই পারে লাভজনক মাছ চাষ নিশ্চিত করতে।