২০২৪ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে স্থানীয়দের ভাষ্যমতে, ২০০-রও বেশি ডিম বহনকারী অলিভ রিডলে কচ্ছপ মৃত অবস্থায় উপকূলে পাওয়া গেছে। ইউএসএআইডি-এর ইকোফিশ-II প্রকল্পের গবেষণায় ২০২০ সালে দেখা যায়, কক্সবাজার উপকূলে মৃত কচ্ছপগুলোর ৭০ শতাংশের বেশি পাখনা কাটা ছিল বা গুরুতরভাবে ক্ষতবিক্ষত ছিল। এগুলোর অনেকগুলোর মৃত্যুর কারণ ছিল জেলেদের জালে আটকে গিয়ে পাখনা বা গলা কেটে দেওয়া, বা দীর্ঘসময় জালে আটকে থাকার কারণে দম বন্ধ হয়ে মৃত্যু।