ডিগ্রির সাথে গ্লোবাল ক্যারিয়ার: জাপানে উচ্চশিক্ষা এখন স্মার্ট চয়েস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫:০৯, ৯ জুলাই ২০২৫ | আপডেট: ১৫:১৩, ৯ জুলাই ২০২৫

ডিগ্রির সাথে গ্লোবাল ক্যারিয়ার: জাপানে উচ্চশিক্ষা এখন স্মার্ট চয়েস

উন্নত গবেষণাসুবিধা, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় এবং নিরাপদ, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ পরিবেশ—এসব মিলিয়ে জাপান এখন বিশ্বের উচ্চশিক্ষার্থীদের কাছে একটি অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার শিক্ষার্থীর মতো বাংলাদেশ থেকেও অনেকে উচ্চশিক্ষার আশায় পাড়ি জমাচ্ছেন এই প্রযুক্তির দেশে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান শুধু শিক্ষা নয়, কর্মসংস্থানেও বড় সুযোগ এনে দেয় শিক্ষার্থীদের জন্য। প্রযুক্তিনির্ভর বহুজাতিক কোম্পানি, আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পখাতের বৈচিত্র্য জাপানকে করে তুলেছে আকর্ষণীয়।

উচ্চমানের বিশ্ববিদ্যালয় ও বৈচিত্র্যময় কোর্স

জাপানে রয়েছে ৭০০-এর বেশি বিশ্ববিদ্যালয়—এর মধ্যে ৮৭টি ন্যাশনাল, ৯৭টি পাবলিক এবং ৬০০-এর বেশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এগুলোর মধ্যে শীর্ষস্থানীয় কয়েকটি আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়েও স্থান করে নিয়েছে:

  • ইউনিভার্সিটি অব টোকিও—২৮তম

  • কিয়োটো ইউনিভার্সিটি—৪৬তম

  • ওসাকা ইউনিভার্সিটি—৮০তম

  • টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি—৯১তম

জনপ্রিয় বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রকৌশল ও প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, কম্পিউটার বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, স্বাস্থ্যবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞান।

আবেদনপদ্ধতি ও সময়সীমা

জাপানে সাধারণত দুটি সেশনে শিক্ষার্থী ভর্তি করা হয়—এপ্রিল ও সেপ্টেম্বর

  • সেপ্টেম্বর সেশনের জন্য আবেদন করতে হয় মে–জুনে

  • এপ্রিল সেশনের জন্য নভেম্বর–ডিসেম্বরে

প্রয়োজনীয় কাগজপত্র:
১. একাডেমিক সনদ ও নম্বরপত্র
২. স্টেটমেন্ট অব পারপাস (SOP)
৩. গবেষণা প্রস্তাবনা (বিশেষত মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে)
৪. দুটি সুপারিশপত্র
৫. ইংরেজি দক্ষতার প্রমাণ (TOEFL/IELTS)
৬. পাসপোর্ট ও প্রয়োজনীয় ফর্ম

মেক্সটসহ বিভিন্ন স্কলারশিপ

জাপান সরকারের MEXT (Monbukagakusho) স্কলারশিপ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সরকারি বৃত্তি। স্নাতক থেকে পিএইচডি পর্যন্ত এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা পেয়ে থাকেন—

  • সম্পূর্ণ টিউশন ফি

  • মাসিক ভাতা (১১৭,০০০–১৪৫,০০০ ইয়েন)

  • আন্তর্জাতিক বিমান ভাড়া

  • জাপানি ভাষা শেখার সুযোগ

এ ছাড়া রয়েছে JICA, JDS, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট ফাউন্ডেশনের বৃত্তি, যেমন:

  • JASSO: মাসিক ৪৮,০০০ ইয়েন

  • ADB-Japan Scholarship Program

  • Rotary Yoneyama, INPEX, Honjo ইত্যাদি

SOP: নিজের গল্প বলার সুযোগ

ভর্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো স্টেটমেন্ট অব পারপাস (SOP)। শিক্ষাগত পটভূমি, গবেষণার আগ্রহ ও ভবিষ্যৎ লক্ষ্য সংক্ষেপে ও স্পষ্টভাবে উপস্থাপন করাই এর মূল লক্ষ্য। বিশ্বাসযোগ্য এবং প্রাসঙ্গিক SOP একজন আবেদনকারীকে আলাদা করে তোলে।

পড়ার পাশাপাশি কাজের সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীরা জাপানে সপ্তাহে ২৮ ঘণ্টা কাজ করার অনুমতি পান, যা খরচ মেটাতে সহায়ক হয়। ছুটির সময়ে এ সময়সীমা আরও বাড়ে।

সফলতার চাবিকাঠি: প্রস্তুতি ও পরিকল্পনা

জাপানে উচ্চশিক্ষা মানে শুধু একটি ডিগ্রি নয়—এটি একটি আন্তর্জাতিক অভিজ্ঞতা, গবেষণার পরিধি বাড়ানো এবং নিজেকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ। সময়মতো প্রস্তুতি, বৃত্তির তথ্য সংগ্রহ এবং আত্মবিশ্বাসী আবেদন—এই তিনে মিলেই গড়ে উঠতে পারে আপনার স্বপ্নের ক্যারিয়ার।

আরও পড়ুন