ভারত বিশ্বের অন্যতম চাল রপ্তানিকারক দেশ এবং ভৌগোলিক কারণে সেখান থেকে চাল আমদানিতে পরিবহন ব্যয় তুলনামূলকভাবে কম। তাই ভারত থেকে সুলভ মূল্যে নন-বাসমতী সেদ্ধ চাল আমদানির জন্য এমওইউ স্বাক্ষরে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। তবে খাদ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান এখনও সমঝোতা স্মারক সাক্ষর হয় নি।