গরমে মুরগির হিট স্ট্রোক: লক্ষণ ও প্রতিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২১, ২ জুলাই ২০২৫ | আপডেট: ০৭:২১, ২ জুলাই ২০২৫

তীব্র গরমে খামারের মুরগিরা হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। বিশেষ করে ডিম দেওয়া মুরগি ছাড়াও কম-বেশি বয়সী ব্রয়লার মুরগিও এ ঝুঁকিতে থাকে। তবে হিট স্ট্রোকের লক্ষণ জানা থাকলে সময়মতো ব্যবস্থা নিয়ে মৃত্যুহার কমানো সম্ভব।
মুরগির হিট স্ট্রোকের লক্ষণ:
- হাঁ করে জোরে শ্বাস নেয়া (শ্বাসকষ্ট)
- ঝুঁটির রঙ বিবর্ণ হওয়া
- পাখা শরীর থেকে দূরে সরিয়ে রাখা
- ঝিমুনি ধরা বা অসাড় ভাব
- ডায়রিয়া ও খিঁচুনি
- কখনো হার্ট অ্যাটাকও হতে পারে
প্রতিরোধের উপায়:
- খামারে ঠান্ডা ও পরিষ্কার পানির ব্যবস্থা রাখুন
▸ প্রয়োজনে পানিতে বরফের টুকরো দিন - খামার ঘর পরিষ্কার-পরিছন্ন ও বাতাস চলাচলের উপযোগী করুন
- রোদের তাপ ঠেকাতে পর্দা বা বস্তা ব্যবহার করুন (পাশ দিয়ে রোদের প্রবেশ বন্ধ করুন, তবে বাতাস চলতে দিন)
- দিনে সবচেয়ে ঠান্ডা সময়ে খাবার দিন, দুপুরে খাবার না দেওয়াই ভালো
- পানির পাত্র সবসময় ভরা রাখতে হবে
- টিনের ছাদে ভেজা চটের বস্তা বিছান
- সিলিং ফ্যানের চেয়ে স্ট্যান্ড ফ্যান ভালো
- মুরগিকে জোর করে না তুলে, শান্ত থাকতে দিন
ওষুধ ও পরামর্শ:
- প্রাণীচিকিৎসকের পরামর্শে বিটেইন, ইলেক্ট্রোলাইট ও ভিটামিন সি ব্যবহার করতে পারেন
গরমের সময় খামার ব্যবস্থাপনায় সামান্য সচেতনতা মুরগির প্রাণ বাঁচাতে পারে এবং অর্থনৈতিক ক্ষতি রোধে সাহায্য করে।