বাকৃবিতে নবীন শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা

বাকৃবি সংবাদদাতা

প্রকাশ: ১২:৩৪, ৩০ জুন ২০২৫ | আপডেট: ১২:৩৫, ৩০ জুন ২০২৫

বাকৃবিতে নবীন শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা পাঠদানের মানোন্নয়নের লক্ষ্যে শীর্ষক একটি পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই) শ্রেণিকক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর . কে ফজলুল হক ভূঁইয়া।  প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর . কে ফজলুল হক ভূঁইয়া নবীন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,"শিক্ষকতা একটি সংবেদনশীল মহান পেশা। এই পেশার সাথে যুক্ত থেকে আপনারা যেমন বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়াতে পারেন, তেমনি অসচেতনতা সেটিকে ক্ষুণ্ণও করতে পারে।"

তিনি শ্রেণিকক্ষে ইংরেজি মাধ্যমে পাঠদান এবং সহকর্মীদের সঙ্গে ইংরেজিতে কথোপকথন করার অভ্যাস গড়ে তোলার উপর জোর দেন। সেই সঙ্গে, শিক্ষক হিসেবে শ্রেণিকক্ষের বাইরে অতিরিক্ত ঘণ্টা অধ্যয়ন করার পরামর্শ দেন।

তিনি নবীন শিক্ষকদের সময়ানুবর্তিতা, আত্মনিয়ন্ত্রণ আত্মসম্মানবোধ বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর . জি.এম. মুজিবর রহমান মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর . মো. রফিকুল ইসলাম সরদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিটিআই পরিচালক প্রফেসর . মো. মোজাম্মেল হক এবং সঞ্চালনায় ছিলেন লেকচারার আইরিন আক্তার। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রশিক্ষণের সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর . বেনতুল মাওয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ . মো. হেলাল উদ্দীন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর . জোয়ার্দার ফারুক আহমেদ, সোনালী দলের সভাপতি প্রফেসর . মো. আলী রেজা ফারুক, পরিকল্পনা উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর . মো. মোশাররফ উদ্দীন ভূঞা, এবং প্রাক্তন শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন ইউনিটের পরিচালকবৃন্দ।

দিনব্যাপী এই প্রশিক্ষণবিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ বিভাগ থেকে নির্বাচিত ৩০ জন নবীন শিক্ষক অংশগ্রহণ করছেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা শিক্ষাদান শিক্ষণ কৌশল, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, শিক্ষার্থীর মনস্তত্ত্ব, মূল্যায়ন পদ্ধতি প্রভৃতি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

আরও পড়ুন