জেদি কলমের দাগ? ঘরেই আছে সহজ সমাধান!
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭:৪১, ৩০ জুন ২০২৫ | আপডেট: ০৭:৪১, ৩০ জুন ২০২৫

শখের জামাটাই যেন রক্ষে নেই! অসাবধানতায় কলমের কালি লেগে গেছে! এরপর কত রকম চেষ্টা—কেমিক্যাল ক্লিনার, ডিটারজেন্ট, সাবান—তবু সেই দাগ কিছুতেই যায় না। তবে কি জানেন, আপনার ঘরেই রয়েছে এমন কিছু উপাদান, যা দিয়ে সহজেই তোলা যেতে পারে এই জেদি কলমের দাগ? আসুন, জেনে নিই কীভাবে ঘরোয়া উপায়ে মুক্তি পাওয়া যেতে পারে এই বিরক্তিকর সমস্যা থেকে।
টুথপেস্ট
শুধু দাঁতের যত্নেই নয়, দাগ তুলতেও কার্যকর টুথপেস্ট। তবে মনে রাখবেন, শুধুমাত্র নন-জেল সাদা টুথপেস্ট ব্যবহার করতে হবে।
পদ্ধতি:
দাগের ওপর অল্প পরিমাণ টুথপেস্ট লাগিয়ে কাপড় ঘষুন। দাগ যদি উঠতে শুরু করে, প্রয়োজনে পুনরায় প্রয়োগ করুন যতক্ষণ না দাগ পুরোপুরি চলে যায়।
লেবুর রস
লেবুর প্রাকৃতিক অ্যাসিড অনেক ধরনের দাগ তুলতে সাহায্য করে।
পদ্ধতি:
দাগের জায়গায় লেবুর রস লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে হালকা ঘষে তুলুন। দাগ না উঠলে কয়েকবার একইভাবে করুন।
লবণ
সহজ, সস্তা এবং ঘরোয়া উপায় এটি।
পদ্ধতি:
দাগের অংশটা ভিজিয়ে নিন। তারপর ওপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিন। এরপর একটি ভেজা কাপড় বা পেপার টাওয়েল দিয়ে আলতো ঘষুন। দাগ হালকা হয়ে এলে পানিতে ধুয়ে ফেলুন।
হোয়াইট ভিনেগার ও কর্নস্টার্চ
একটু ভিন্ন ধরনের পেস্ট পদ্ধতি।
পদ্ধতি:
২ চা চামচ হোয়াইট ভিনেগারের সঙ্গে ৩ চা চামচ কর্নস্টার্চ মিশিয়ে পেস্ট বানান। দাগের ওপর লাগিয়ে শুকাতে দিন। শুকিয়ে গেলে ব্রাশ দিয়ে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
নেইলপলিশ রিমুভার
এই পদ্ধতিটি অনেক সময় দ্রুত ফল দেয়, তবে সব কাপড়ে ব্যবহারযোগ্য নয়।
পদ্ধতি:
রিমুভার একটি তুলায় নিয়ে সরাসরি দাগে লাগান। ঘষে দাগ তুলে ফেলুন, এরপর কাপড়টি ধুয়ে ফেলুন।