ফলন বৃদ্ধিতে ভারতের ফ্লোরা বাজারে আনলো এসিআই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:২৫, ৩০ জুন ২০২৫ | আপডেট: ১৩:২৬, ৩০ জুন ২০২৫

“ফ্লোরা শুধু এ সি আই-এর পণ্য নয়, এটি বাংলাদেশের প্রতিটি কৃষকের পণ্য”—এই বার্তাকে সামনে রেখে অনুষ্ঠিত হলো “মিট অ্যান্ড গ্রিট দ্য ফ্লোরা অ্যাচিভার্স” অনুষ্ঠান। বৃহস্পতিবার (৭ নভেম্বর ২০২৪), ঢাকার এ সি আই সেন্টারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরিবেশক, ডিলার ও কর্মকর্তাদের অংশগ্রহণে জমজমাট এ আয়োজনে কৃষিখাতে ফ্লোরার অবদান তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এ সি আই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা বলেন, “ফ্লোরা নিয়ে আমাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আজ বাস্তব। দেশের প্রায় সব কৃষকই এর উপকারভোগী। ফ্লোরা ব্যবহারে কৃষিজ উৎপাদন বেড়েছে এবং কৃষক লাভবান হয়েছেন। উন্নয়নে, অংশীদারিত্বে এবং সমৃদ্ধির এই যাত্রায় ফ্লোরা গর্বের প্রতীক।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি এ সি আই ক্রপ কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর সুস্মিতা আনিস বলেন, “যেখানে জমির পরিমাণ কমছে, জনসংখ্যা বাড়ছে, সেখানে খাদ্য চাহিদা পূরণে ফ্লোরা একটি অত্যন্ত কার্যকর Yield Booster। এটি শুধু ফলনই নয়, ফসলের মানও বাড়ায় এবং খাদ্য নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করে।”
এ সি আই-এর চীফ অপারেটিং অফিসার ড. মুকতার আহমেদ সরকার বলেন, “ফ্লোরা আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে। সরকারের পক্ষ থেকে এমন উদ্ভাবনী পণ্যের স্বীকৃতি পাওয়া উচিত।”
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে সেরা পরিবেশক নির্বাচিত হন রাজশাহীর মেসার্স এমএস এন্টারপ্রাইজের মো. লিটন এবং সেরা টেরিটরি অফিসার হন মো. হাবীবুর রহমান।
ফ্লোরা লাকি কুপন ড্র সিজন-৫-এ প্রথম পুরস্কার হিসেবে হিরো গ্লামার মোটরসাইকেল জেতেন চাঁদপুরের মেসার্স নান্নু ট্রেডাস। দ্বিতীয় পুরস্কার (২টি এসি) ও তৃতীয় পুরস্কার (৩টি স্মার্ট টিভি) সহ মোট ৫৫টি আকর্ষণীয় পুরস্কার লটরির মাধ্যমে বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এ সি আই ক্রপ কেয়ারের সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. আব্দুর রহমান। জমজমাট এ আয়োজনে সারা দেশের পরিবেশক ও কর্মকর্তারা সরাসরি, জুম ও ফেসবুক লাইভের মাধ্যমে অংশগ্রহণ করেন।
ফ্লোরা হলো ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান দেবী ক্রপসায়েন্স প্রাইভেট লিমিটেড উদ্ভাবিত নাইট্রোবেনজিন-ভিত্তিক একটি Yield Booster, যা বিশ্বের বহু দেশে ফলন বৃদ্ধিতে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশে এর একমাত্র পরিবেশক এ সি আই ক্রপ কেয়ার।