আমবাগানে সার প্রয়োগ পদ্ধতি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২:২৫, ২৮ জুন ২০২৫ | আপডেট: ১২:২৬, ২৮ জুন ২০২৫

আমবাগানে সার প্রয়োগ পদ্ধতি

আম গাছে প্রতি বছর ভালো ফলনের জন্য সময়মতো সুষম সার প্রয়োগ অত্যন্ত জরুরি। গাছের বয়স, মাটির পুষ্টিমান এবং জাতভেদে সার প্রয়োগের পদ্ধতি ও পরিমাণ আলাদা হতে পারে। এজন্য সঠিক সার প্রয়োগের নিয়ম জানা প্রয়োজন।


 চারা রোপণের সময় সার প্রয়োগ:

চারা রোপণের পূর্বে প্রতি গর্তে:

পচা গোবর – ১০ কেজি

টিএসপি – ৫০০ গ্রাম

এমওপি – ২০০ গ্রাম

জিপসাম – ৩১৩ গ্রাম

জিংক সালফেট – ২৮ গ্রাম

বোরিক এসিড – ৫৯ গ্রাম

সব উপাদান ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে গর্ত ভরাট করে ১৫ দিন অপেক্ষা করতে হবে। তারপর গর্তের মাটি উল্টে চারা রোপণ করতে হবে।


গাছের বয়স অনুযায়ী সার প্রয়োগ (সারণিভিত্তিক):

গাছ যত বড় হবে, সারের চাহিদাও বাড়বে। সারণি অনুসারে সঠিক মাত্রায় সার প্রয়োগ করতে হবে। তবে মাটির পুষ্টিমান অনুযায়ী পরিমাণ সামান্য কম-বেশি হতে পারে।


সার প্রয়োগের সময় ও পদ্ধতি

  1. সেপ্টেম্বর (মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত):

    • গোবর, টিএসপি, জিপসাম, জিংক সালফেট, বোরিক এসিড সম্পূর্ণ পরিমাণে

    • ইউরিয়া ও এমওপি – অর্ধেক করে

    • ফল মটর দানার মতো হলে:

      • বাকি ইউরিয়া ও এমওপি-এর এক ভাগ

      • ফল সংগ্রহের ১ মাস পূর্বে:

        • ইউরিয়া ও এমওপি-এর শেষ ভাগ


সার প্রয়োগের কৌশল:

  • গাছের গোড়া থেকে ১ থেকে ১.৫ মিটার দূরে মাটি হালকা কুপিয়ে সার মিশাতে হবে।

  • গাছ পুরনো হলে দূরত্ব আরও বাড়াতে হবে।

  • সার প্রয়োগের পর হালকা সেচ দিতে হবে।

বিশেষ পরামর্শ:
বাংলাদেশে "উত্তম কৃষি চর্চা" অনুসারে, আমবাগানে সার প্রয়োগের আগে মাটির পুষ্টি বিশ্লেষণ করে নেয়া উত্তম। এতে করে কোন পুষ্টির ঘাটতি রয়েছে তা জানা যাবে এবং সার প্রয়োগ আরও কার্যকর হবে।

আরও পড়ুন