
পরিকল্পনার দিকপাল এক কৃষি অর্থনীতিবিদ
অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য এ বছর পেয়েছেন একুশে পদক। সাড়ে তিন দশক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন, তারপর যোগ দিয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে। মাঝে জাতিসংঘের খাদ্য কর্মসূচীতেও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই কৃষিবিদ।