বাংলাদেশের সম্ভাবনার কৃষি - কৃষিবিদ মো: নূরুল হুদা আল মামুন
প্রকাশিত: ০৮:৪২, ১৫ সেপ্টেম্বর ২০১৮

’বাংলাদেশের সম্ভাবনাময় কৃষি’ বইটি লিখেছেন কৃষিবিদ মো: নূরুল হুদা আল মামুন। মূলত প্রাচীনকাল থেকে এই উপমহাদেশে কৃষির বিকাশ এবং বর্তমান সময়ে কৃষির সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত লিখেছেন তিনি।
এখানকার ভূমি ব্যবস্থাপনা, জমির উর্বরতা, চাষ পদ্ধতি এবং কীভাবে এই চাষ পদ্ধতি আরো পরিবর্তন করে উৎপাদন বাড়ানো যায়, আগামী দিনে চাহিদার সাথে মিল রেখে কীভাবে বেড়ে উঠতে পারে কৃষি সে সম্পর্কে তথ্য পাবেন পাঠকরা।
বাংলা ভাষায় লেখা ১শ’ ২০ পৃষ্টার এ বইটি প্রকাশ করেছে প্রান্ত প্রকাশন। ২০১৩ সালে বইটি প্রকাশিত হয়।
