ডিএই`এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন কৃষিবিদ মো. আসাদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:২৩, ২৯ অক্টোবর ২০২০

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষিবিদ মো. আসাদুল্লাহ। তিনি এতদিন একই অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক পদে কর্মরত ছিলেন।
২৯ অক্টোবর ২০২০, কৃষি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করার মাধ্যমে তাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব চালিয়ে আসা কৃষিবিদ ড. মো. আবদুল মুঈদের স্থলাভিষিক্ত হলেন কৃষিবিদ মো. আসাদুল্লাহ।
মো. আসাদুল্লাহ কৃষিবিদ মো. আসাদুল্লাহ বিসিএস (কৃষি) ক্যাডারের ৭ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৩ সালে বিএসসি কৃষি (সম্মান) শিক্ষা শেষ করে ১লা এপ্রিল ১৯৮৭ সালে বিষয়বস্তু কর্মকর্তা হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রথম যোগদান করেন।
